দোহারে পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

68
দোহারে পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সোমবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোহার উপজেলার আওরঙ্গবাদ হতে বাহ্রা বাজার পর্যন্ত পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন করেছেন। গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী।

এদিন প্রধানমন্ত্রী পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সমাপ্ত ৮০টি প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এছাড়া নতুন ২০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ দেশের ৬৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আই কেয়ার সেন্টারের উদ্বোধন করেছেন।

সরেজমিন দেখা যায়, এ উদ্বোধনের মাধ্যমে দোহারবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হলো। পদ্মার ভাঙন থেকে রক্ষা পাবেন নদী তীরবর্তী অসংখ্য জনসাধারণ। তাই সকাল থেকে অনেকটা উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে দোহারে। আজকের দিনটিকে স্মরণীয় দিন হিসেবে মনে রেখে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন দোহারবাসী।

দোহার উপজেলার আওরঙ্গবাদ হতে বাহ্রা বাজার পর্যন্ত পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে দোহারে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দোহার উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী কামরুল হাসান, দোহার থানার ওসি মোস্তফা কামালসহ দোহার উপজেলা প্রশাসনের বিভিন্ন পর‌্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা এবং এলাকাবাসী।

অন্য খবর  মাসুদ পারভেজকে সামর্থন দিলেন নাজমুল হুদা

 

আপনার মতামত দিন