দোহারে পদ্মা নদীর ড্রেজিং ও তীররক্ষাসহ ১১ প্রকল্প অনুমোদন; সালমান এফ রহমানকে উপজেলা চেয়ারম্যানের ধন্যবাদ

895
দোহারে পদ্মা নদীর ড্রেজিং ও তীররক্ষা

দোহার উপজেলার মাঝিরচর থেকে নারিশাবাজার হয়ে মোকসেদপুর পর্যন্ত পদ্মা নদীর ড্রেজিং ও বাঁ-তীর সংরক্ষণসহ ১১টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি(একনেক)।

এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ছয় হাজার ৪৪৮ কোটি ১৪ লাখ টাকা। এর মধ্যেই সরকারি নিজস্ব তহবিল থেকে ছয় হাজার ৪৪৪ কোটি ছয় লাখ টাকা এবং বাকি অর্থ বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে।

রাজধানী এনইসি সম্মেলনকক্ষে মঙ্গলবার একনেক বৈঠকে এসব প্রকল্প অনুমোদন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এই দিকে পদ্মা বাম তীর সংরক্ষনে ১৪১৫ কোটি টাকা পাস হওয়ায় প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে ধন্যবাদ জানিয়েছেন দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন। তিনি বলেন, স্বাধীনতার পর দোহারের ইতিহাসে এতবড় কাজ আর কখনই হয় নি। সালমান এফ রহমানের ব্যক্তিগত উদ্যোগ, প্রধানমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রীর সহযোগীতায় এই কাজ সম্ভব হয়েছে বলে জানান আলমগীর হোসেন।

আপনার মতামত দিন