দোহারে পদ্মায় ৪৭টি গরুসহ ট্রলার ছিনতাই

386

ঢাকার দোহারে পদ্মা নদীতে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী কোরবানির ৪৭টি গরুবোঝাই একটি ট্রলার ছিনতাই হয়েছে। এ সময় পাইকার ও ট্রলার চালককে হাত-পা বেঁধে পদ্মার একটি চরে ফেলে রেখে যায় ছিনতাইকারীরা।

সোমবার সকাল ৯টায় ঢাকার উদ্দেশে ৪৭টি গরুবোঝাই ট্রলার সিরাজগঞ্জ ছেড়ে আসে। মৈনটঘাট সংলগ্ন এলাকায় পৌঁছলে ডাকাত দল হামলা চালায় এবং গরুসহ ট্রলারটি ছিনতাই করে পালিয়ে যায়। ৫ লাখ টাকা মূল্যের ট্রলারটিতে অর্ধকোটি টাকার কোরবানির পশু ছিল। গরুর বেপারিদের উদ্ধৃতি দিয়ে দোহার পুলিশ জানায়, ডাকাতরা গরুসহ ট্রলারটি মাওয়া এলাকা থেকে ছিনতাই করে এবং ফরিদপুরের সদরপুর উপজেলার নারকেলবাড়ি চরে নিয়ে যায়। এরপর সেখান থেকে বরিশালের দিকে রওনা হয়। দোহার থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ছিনতাইকৃত ট্রলারটির দাম প্রায় ৫ লাখ টাকা হবে বলে ট্রলার মালিক তাকে মুঠোফোনে জানিয়েছেন। বিষয়টি তারা খতিয়ে দেখছেন। সদরপুর থানার ওসি হারুনুর রশিদ বলেন, দোহার ও সদরপুর উপজেলার পদ্মার সিমান্তবর্তী এলাকায় ডাকাতরা গরুবোঝাই ট্রলারটি ছিনতাই করে। পরে কাওড়াকান্দির দিকে নিয়ে যায় বলে তিনি শুনেছেন।

আপনার মতামত দিন