দোহারে পদ্মার চর থেকে অবৈধভাবে বালু উত্তোলন

941

দোহারের মুকসুদপুর গোড়াবনের একটু সামনে পদ্মার চরে ঠায় দাঁড়িয়ে পাঁচ থেকে সাতটি ট্রাক। চরের মধ্যে অবস্থান নেওয়া শ্রমিকরা ভেকু দিয়ে বালু কেটে ভরছে ট্রাকে। দুই মাস ধরে ওই এলাকায় এভাবেই চলছে বালু লুট। জানাগেছে স্থানীয় প্রভাবশালী মহল তাদের ক্ষমতার দাপটে অবৈভাবে পদ্মার চর থেকে বালু উত্তোলন করছে।

আপনার মতামত দিন