দোহারে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

639

দোহারে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল ২৩ এপ্রিল রবিবার দোহারের জয়পাড়ায় অবস্থিত ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের দোহার জোনাল অফিসে কেক কাটার মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এরপর এক মনোমুগ্ধকর র‌্যালী বের করা হয়। ”টেকনাফ থেকে তেতুলিয়া ন্যাশনাল লাইফ রয়েছে দেশ জুড়িয়া, ধুমপান বর্জন করুন ন্যাশনাল লাইফে বীমা করুন’’। ”ন্যাশনাল লাইফের আলো ঘরে ঘরে জ্বালো” এ শ্লোগানে র‌্যালীতে অংশ নেন ন্যাশন্যাল লাইফ ইনস্যুরেন্সের বিভিন্ন কর্মী এবং গ্রাহকবৃন্দ।

র‌্যালীটি দোহার উপজেলা প্রাঙ্গন থেকে শুরু হয়ে উপজেলার রতন স্বাধীনতা ভাষ্কর্য প্রদক্ষিন করে জয়পাড়া ওয়ান ব্যাংকের মোড় ঘুরে ন্যাশন্যাল লাইফ ইনস্যুরেন্সের অফিসের সামনে এসে শেষ হয়। রালী শেষে দোহার জোনাল অফিসে এক সংক্ষিপ্ত আলোচনায় ন্যাশন্যাল লাইফের বীমা বিয়য়ে গ্রাহকদেরকে অবগত করা হয়। দোহার জোনাল অফিসে  প্রধান মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার জোনাল অফিসের সহকারী জোন প্রধান সুমঙ্গল বিশ্বাস, অফিস সহকারী রহিম পারভেজ সহ অফিসের সকল কর্মকর্তা এবং গ্রাহকবৃন্দ। উল্লেখ্য,১৯৮৪ সালের ২৩ এপ্রিল এম হায়দার চৌধুরী ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স প্রতিষ্ঠা করেন।

আপনার মতামত দিন