দোহারে নৌপুলিশের অভিযানে কারেন্ট জালসহ ৭ জেলে আটক

48

দোহার (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার দোহার উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে থেকে কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ি অভিযান পরিচালনা করে। সেসময় বিপুল পরিমাণে কারেন্ট জাল জব্দ করা হয় সেই সাথে প্রায় ৪০ কেজি ইলিশ মাছসহ ৭ জেলেকে আটক করা হয়েছে ।

গতকাল রোববার মধ্যরাত থেকে সকাল ৮টা পর্যন্ত ঢাকা অঞ্চলের নৌ-পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নের্তৃত্বে নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুমিনুর রহমান, এসআই জহিরুল ইসলাম ও এএসআই রুবেল মোল্লাসহ সঙ্গীয় ফোর্স নিয়ে পদ্মা নদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সেসময় ঢাকা অঞ্চলের নৌ-পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, আমরা সাতজন জেলেকে আটক করেছি ইলিশ মাছ ধরার অপরাধে পরে জব্দকৃত ইলিশ স্থানীয় একটি এতিম খানায় বিতরণ করা হয়েছে এবং কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আপনার মতামত দিন