দোহারে নিষিদ্ধ চায়না দোয়াইর কারখানায় অভিযান

496
দোহারে নিষিদ্ধ চায়না দোয়াইর কারখানায় অভিযান

দোহারে প্রশাসনকে ফাঁকি দিয়ে তৈরি হচ্ছিলো নিষিদ্ধ চায়না দোয়াইর। ৩১শে আগস্ট বুধবার বিকেলে অবৈধ চায়না দোয়াইর কারখানায় অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুস্তাফিজুর রহমান।

ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নে অবৈধভাবে গোপনে গড়ে উঠেছিলো এই নিষিদ্ধ চায়না দোয়াইরের কারাখানা। দীর্ঘদিন ধরে কুসুমহাটি ইউনিয়নের স্বাস্থ্যসেবা কেন্দ্রের অপর পাশে পরিত্যাক্ত একটি মুরগির খামারের ভিতরে অসাধু ব্যবসায়ীরা গোপনে তৈরি করে আসছিলো এই চায়না দোয়াইর। এই চায়না দোয়াইর ব্যবহারে দিন দিন দেশের মৎস সম্পদ ধ্বংস হয়ে আসছে। কারখানাটিতে অভিযান পরিচালনা করে প্রায় পাঁচ লাখ টাকার নিষিদ্ধ চায়না দোয়াইর জব্দ করে। পরে মৈনটঘাট এলাকায় নিয়ে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং কারখানাটি সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়।

এসময় দোহার উপজেলা মৎস অফিসার লুৎফন্নাহার উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন