দোহারে নির্বাহী কর্মকর্তার জন্য দরিদ্র মেধাবী ছাত্র রতন ঢাকা বিশ্ববিদ্যালয়ে

723

 

ঢাকার দোহারে নির্বাহী কর্মকর্তা কেএম আল আমিন দরিদ্র পরিবাবের মেধাবী ছাত্র রতন হোসেনকে বিশ্ব বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ১ লাখ ৬০ হাজার টাকার চেক তুলে দিলেন ভি সি আরেফিন সিদ্দিকীর হাতে। রতন উপজেলার নারিশা ইউনিয়নের মালিকান্দা গ্রামের কৃষক রফিক শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানাযায়, দরিদ্র কৃষকের ছেলে রতন টাকার অভাবে ঢাকা বিশ্ব বিদ্যালয়ে ভর্তি হতে পারেনি। কৃষক রফিকের ভিটেমাটি ছাড়া আর কোন সম্বল নেই বিক্রি করে ছেলেকে ভর্তি করবে। আত্মী স্বজন কেউ এগিয়ে আসেনি। পরে নারিশা ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন দরানী দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আল আমিনকে জানালে তিনি রতনকে ‘ভর্তির জন্য ভিসি আরেফিন সিদ্দিকীর হাতে এক লাখ ষাট হাজার টাকার চেক তুলে দেয়। পরে নির্বাহী কর্মকর্তা বলে, আমি চাই রতন আমার চেয়ে বড় অফিসার হয়ে দরিদ্র ছাত্রদের সহযোগীতা করবে।

আপনার মতামত দিন