দোহারে নিখোঁজের ছয় দিন পর লাশ উদ্ধার

1760
Dohar Upazila Map দোহার উপজেলা ম্যাপ
দোহার উপজেলা

ঢাকার দোহার উপজেলায় আ. রহিম (৩০) নামে এক যুবক নিখোঁজ হওয়ার ৬ দিন পর পদ্মা নদীর ইসলামপুর থেকে ভাসমান লাশ উদ্ধার করেছে দোহার থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করে দোহার থানার পুলিশ। নিহত রহিম দোহার উপজেলার ইসলামপুর গ্রামের মৃত শেখ আলমের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে— বৃহস্পতিবার বিকালে আবদুর রহিম বাড়ি থেকে বাজারে গিয়ে রাতে ফেরেন নি। দোহার উপজেলার ইসলামপুরের পদ্মা নদীতে স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে খবর দিলে পুলিশ মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করে।

নিহতের স্ত্রী সাহেরা বেগম জানান, মঙ্গলবার সকালে পুলিশ আবদুর রহিমের লাশ উদ্ধর করেছে।

দোহার থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সিরাজুল ইসলাম বলেন, ‘আবদুর রহিমে লাশে কোনো আঘাতের চিহ্ন নেই। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ করে নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত দিন