দোহারে নবাবী রেষ্টুরেন্ট এন্ড ক্যাটারিং উদ্বোধন

823
দোহারে নবাবী রেষ্টুরেন্ট এন্ড ক্যাটারিং উদ্বোধন

ঢাকা জেলার দোহার উপজেলার প্রাণকেন্দ্র রতনচত্তর এলাকায় একটি ব্যাতিক্রম ধরনের রেষ্টুরেন্ট উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫শে আগষ্ট) বিকেলে রতনচত্তরের সকল দোকানদারদের নিয়ে মিলাদ ও দোয়ার মাধ্যমে নবাবী রেষ্টুরেন্ট এন্ড ক্যাটারিং উদ্বোধন করা হয়। এসময় উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন দোহার উপজেলার চেয়ারম্যান মোঃআলমগীর হোসেন। সে সময় তিনি ফিতা কেটে রেষ্টুরেন্টটি উদ্বোধন ঘোষণা করেন।

এই রেস্টুরেন্টটির প্রোপাইটর আলহাজ্ব বোরহান উদ্দিন তিনি বলেন,এখানে সকল প্রকার বাংলা ফুড, ইন্ডিয়ান ফুড, পাকিস্তানী ফুড, চাইনিজ ফুড, এরাবিয়ান ফুড ইন্টারন্যাশনাল সু-স্বাদু খবার সহ পার্সেল এর ব্যাবস্থা আছে। সেই সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 01753-131133।

এসময় উপস্থিত ছিলেন, দোহার উপজেলার চেয়ারম্যান মোঃআলমগীর হোসেন,বিলাশপুর ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি রাশেদ চোকদার,আলিয়া মাদ্রাসার শিক্ষক শুক্কুর কারি, প্রোঃ আলহাজ্ব বোরহান উদ্দিন সহ সকল দোকান্দার বৃন্দ।

আপনার মতামত দিন