দোহারে নতুন ৭ করোনাভাইরাস আক্রান্ত, মোট আক্রান্ত ৫৪

445

দোহার উপজেলায় বৃহস্পতিবার ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।  আক্রান্তদের মধ্যে দুইজন দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী ও একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের মুয়াজ্জিন।

বাকি চার আক্রান্তের মধ্যে একজনের বাড়ি মালিকান্দা গ্রামে, একজনের বাড়ি বিলাসপুরের রাধানগর, একজনের বাড়ি রাইপাড়া এবং একজনের বাড়ি ঢাকা। ঢাকার ব্যক্তি দোহারে এসে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন।

বৃহস্পতিবার (২৮ মে) রাত দশটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আক্তার রিবা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন।

এ সাতজন নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ জনে, এর মধ্যে ২ জন মারা গিয়েছেন, ২ জন সুস্থ্য হয়েছে, আর একজন সুস্থ্য হয়ে বাড়িতে কোয়ারেন্টিনে আছেন।

আপনার মতামত দিন