দোহারে নতুন করে করোনা আক্রান্ত নেই

256

গত ২৮ এপ্রিল সংগৃহীত নতুন ১৬ জনের উপাত্তের পরীক্ষা শেষে দোহার উপজেলার সকল করোনা রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। শনিবার (২রা মে) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।

জ্যোতি বিকাশ চন্দ্র নিউজ৩৯ কে জানান, ২৮ এপ্রিল পর্যন্ত দোহারে মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৪৮ জনের। এদের মধ্যে ৪ জন বাদে আর নতুন করে কেউ আক্রান্ত হয়নি।
তবে ২৯ ও ৩০ এপ্রিল পর্যন্ত যাদের নমুনা সংগ্রহ করা হয়েছে তাদের রিপোর্ট এখনো পাওয়া যায়নি।

উল্ল্যেখ্য দোহারে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত ৪ জন এদের মধ্যে একজনের মৃত্যু হয়।

দোহারে করোনার সংক্রামণ যাতে ছড়িয়ে না পরে,তাই দোহার উপজেলা পরিষদ ও দোহার উপজেলা প্রশাসন সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা ও সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্রের নিকট দোহারবাসী কৃতজ্ঞ।

আপনার মতামত দিন