দোহারে দূর্লভ প্রজাতীর একটি হণুমানের সন্ধান লাভ

1214
দোহারে দূর্লভ প্রজাতীর একটি হণুমানের সন্ধান লাভ

আধুনিক যান্ত্রিক ও বৈজ্ঞানিক উন্নতির উৎকর্ষতার ফলে দিন দিন যে ভাবে বন জঙ্গল উজার হচ্ছে তেমনি প্রকৃতি অমূল্য সম্পদ বন্য প্রাণী ধ্বংস ও বিলুপ্তি হচ্ছে এমনি এক চলমান বাস্তবতা। ঢাকা জেলার দোহার উপজেলার বাস্তা গ্রামে এক হণুমান দৃষ্টিগোচর হচ্ছে যা এই এলাকার উৎসুক জনতা এক নজর দেখার জন্য ভীড় জমাচ্ছে।

বন্য প্রাণীর স্বাভাবিক নিয়মে এ বাড়ী ও বাড়ী পাড়া মহল্লায় খাবারের সন্ধানে ও নিজেকে নিরাপদে রাখার জন্য ঘুরে বেড়াচ্ছে । ইতোমধ্যে বন্য প্রানীর সংবাদটি প্রানী সম্পদ কর্মকর্তাকে সংরক্ষনের জন্য জানানো হয়েছে। আশা করে হচ্ছে তার মাধ্যমে জাতীয় বন ও রক্ষা কমিটি প্রানীটিকে সু-রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ।

আপনার মতামত দিন