ঢাকার দোহার উপজেলায় সাজু (২৪) ও আসাদ (২১) নামে দুই মাদক ব্যবসায়ীকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল করিম ভূঁইয়া এ সাজা দেন।
সাজু নবাবগঞ্জ উপজেলার মৌলভীডাঙ্গী গ্রামের মুনসুর আলীর ছেলে ও আসাদ একই গ্রামের আবুল হোসেনের ছেলে।
দোহার থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ জানান, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইকরাশী উচ্চ বিদ্যালয়ের পিছন থেকে সাজু ও আসাদকে মাদক বিক্রয়ের সময় তাদের আটক করে পুলিশ। পরে তাদের তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের প্রত্যেককে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আপনার মতামত দিন