দোহারের নতুন ইউএনও আফরোজা আক্তার রিবা

1399

সোমবার দোহার উপজেলা দায়িত্ব থেকে বিদায় নিয়েছেন কে এম আল আমিন। আজ সকালে দায়িত্ব যোগ দিয়েছেন আফরোজা আক্তার রিবা। দোহার উপজেলায় প্রথম কোন নারী কর্মকর্তা এই পদে যোগদান করলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ২০০০ সালে এসএসসি ও ২০০২ সালে এইচএসসি পরীক্ষা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ২৯তম বিসিএস-এর মাধ্যমে সরকারি চাকরিতে যোগদান করেন। দোহারে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পূর্বে তিনি ভূমি কর্মকর্তা, জেলা প্রশাসনে সহকারি কমিশনার সহ নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য যে, সম্প্রতি দোহার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন আরেক নারী কর্মকর্তা সালমা খাতুন।

আপনার মতামত দিন