ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নে চর লটাখোলা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গুরুতর আহত হয়েছে ইউনুছ বেপারী (৬৫) ও তার দুই মেয়ে ফেরদৌসী( ৩৫), হেলেনা(২৬)। ঘটনা সূত্রে জানা যায়, ২১ জুন রোজ বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে ফসলি জমির ওপর দিয়ে রাস্তা যাবেই এ কথাকে কেন্দ্র করে ইউনুছ বেপারী ও ইউপি সদস্য মোঃ জহির সাথে কথা কাটাকাটির হয়। পরে এলাকাবাসীর হস্তক্ষেপে দুই পক্ষই শান্ত হয় এবং বাড়ী চলে যায়।ঐ দিন দুপুর ৩ টার দিকে ইউনুছ বেপারীর বাড়ীতে জহির মেম্বারের হুকুমে মোসলেম, নুরু, আইয়ূবআলী, রমজান, সাহেবালী, মোজাহার, ইয়াকুব, রাসেল সহ প্রায় ৩০/৩৫ জন যুবক হাতুরী ও লাঠিশোঠা নিয়ে সন্ত্রাসী হামলা চালায়। এতে ইউনুছ বেপারী ও তার দুই মেয়ে গুরতর আহত হয়। পরে এলাকাবাসী ইউনুছ বেপারী ও তার দুই মেয়েকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ এনে ভর্তি করে। কর্তব্যরত ডাক্তার বলেন, ইউনুছ বেপারীর ও তার মেয়েদের শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক আঘাতের চিহ্ন পাওয়া যায়। ইউনুছ বেপারী হাসপাতালের তৃতীয় তলায় ২নং কেবিনে ও তার মেয়েরা ২য় তলায় মহিলা বেডে আছে।
আপনার মতামত দিন