দোহারে তাঁতবস্ত্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন

183

দোহারে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। দোহার-নবাবগঞ্জ ইউভার্স কো-অপারেটিভ সোসাইটি এ মেলার আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, থানা অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন, উপজেলা পরিষদের ভাইস  চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, কেন্দ্রীয় উপ-কমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য  সুরুজ আলম সুরুজ, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ, উপজেলা যুবলীগের সভাপতি মু. আলমাছ উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাশার চোকদার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলামসহ আরো অনেকে।

আপনার মতামত দিন