দোহারে ঢাকা জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

270

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ঢাকা জেলা ছাত্রদল(দক্ষিন) এর সদস্য সচিব পারভেজ হাসান পাভেল রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা জেলা ছাত্রদল(দক্ষিন)। বুধবার সকাল ১১ঃ৩০ মিনিটে বাশতলা থেকে পালামগঞ্জ বাজার পর্যন্ত এই বিক্ষোভ মিছিল করা হয়।

বিক্ষোভ মিছিল থেকে তারা জানান, আমাদের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ও ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সদস্য সচিব পারভেজ হাসান পাভেল রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির চাই। তাদের এই মিথ্যা মামলা থেকে মুক্তি দিতে হবে নাহলে আমরা আরো কঠিন আন্দোলন করতে বাধ্য হব।

সে সময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের আহবায়ক রবিউল ইসলাম অমিত,যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম নীরব, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান ঠান্ডু, আহবায়ক সদস্য মুকসেদ,আরাফাত,ছাত্রনেতা আলমগীর শিকদার, সেলিম উসমান, ড্যান্ডি বাবু,আসাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মতামত দিন