দোহারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীঅস্ত্রসহ ৫ ডাকাত আটক

913
দোহারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীঅস্ত্রসহ ৫ ডাকাত আটক

ঢাকার দোহারে ডাকাতির প্রস্তুতিকালে  দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে থানা পুলিশ।স্থানীয় সূত্রে ও পুলিশ সুত্রে জানা যায়, বুধবার ভোর রাতে এস আই মন্তোষের নের্তৃত্বে এএস.আই আলিম এবং এএস.আই রহিম নারিশা ইউনিয়নের রুইথা গ্রামের মো:আলীর বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ,৩৫০ পিছ ইয়াবা, ৬৪ পুরিয়া হিরোইন উদ্ধার করা হয়।পরে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

আটকৃতরা হলেন নারিশা ইউনিয়নের রুইথা গ্রামের তোফাজ্জল মিয়ার ছেলে সিরাজ (২৫)আবুল কালামের ছেলে মো.আলী(৩০) , একই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে হাবিবুর রহমান (৩০) একই গ্রামের আঃ রহিমের ছেলে মোসারফ হোসেন মোসা (২৮), এবং সাতভিটা গ্রামের আনন্দ সরকারের ছেলে দিলিপ চন্দ্র সরকার (৩২) ।

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ news39 কে বলেন,” তাদের বিরুদ্ধে অস্ত্র এবং মাদক আইনে মামলা গ্রহণের প্রস্তুতি চলছে”।

আপনার মতামত দিন