দোহারে টপ বিকাশ এজেন্টদের “তারার মেলা” উৎসব অনুষ্ঠিত

0
দোহারে টপ বিকাশ এজেন্টদের "তারার মেলা" উৎসব অনুষ্ঠিত

স্টাফ রিপোটারঃ মোঃআলআমিন: ঢাকার দোহার উপজেলায় বিকাশ এজেন্টদের নিয়ে আয়োজিত “আমরা তারার মেলায়” একটি উৎসবমুখর মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৪শে ডিসেম্বর(মঙ্গলবার)দুপুরে জয়পাড়া বাজারে অবস্থিত মেসার্স প্রতিভা এন্টারপ্রাইজের অফিসে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এ আয়োজনটি টপ ১৫ বিকাশ এজেন্টদের সম্মাননা প্রদানের উদ্দেশ্যে আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,বিকাশ লিমিটেডের Territory Officer শাহরিয়ার সজল,বিকাশ লিমিটেডের ম্যানেজার আবু বক্কর রন্টি।

এসময় অনুষ্ঠানের মূল কার্যক্রম ছিলো,টপ বিকাশ এজেন্টদের সম্মাননা প্রদান,তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া,এজেন্টদের কাজের প্রতি উৎসাহ বাড়াতে বিশেষ আলোচনা।

এ ধরনের আয়োজন এজেন্টদের কাজের প্রতি আরো অনুপ্রেরণা জোগাবে এবং বিকাশ সেবার মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জানান।

আপনার মতামত দিন