দোহারে জেলা প্রশাসকের সাইকেল ও সেলাই মেশিন বিতরন

221
দোহারে জেলা প্রশাসকের সাইকেল ও সেলাই মেশিন বিতরন

এলজিএসপি-৩ এর অর্থায়নে ঢাকা জেলার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের দরিদ্র ছাত্রীদের মাঝে বাইসাইকেল এবং দুস্থ মহিলাদের আত্মকর্মসংস্থান সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ই অক্টোবর) সকাল ৯টায় মুকসুদপুর ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের দরিদ্র ছাত্রীদের মাঝে বাইসাইকেল এবং দুস্থ মহিলাদের আত্মকর্মসংস্থান সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা যেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম বলেন, স্কুল থেকে ছাত্রীরা যেন ঝড়ে পরে না যায় সেজন্য মাননীয় প্রধান মন্ত্রী স্কুল ছাত্রীদের মাঝে বাই সাইকেল বিতরন করছি।
এই সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃআলমগীর হোসেন, স্থানীয় সরকার প্রকল্প উপ -পরিচালক ছানিয়া আক্তার। অনুষ্ঠানে সভাপত্বিত্ব করেন দোহার উপজেল নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ। এই সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, মুকসুদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক এম.এ হান্নান খান।

আপনার মতামত দিন