দোহারে জাহাঙ্গীর-ফয়সাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

255

“দোহারে জাহাঙ্গীর-ফয়সাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত” দোহারের মুকসুদপুরে সরকারি পদ্মা কলেজ মাঠে জাহাঙ্গীর-ফয়সাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ১৩ সেপ্টেম্বর বিকেল ৪ ঘটিকায় অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে ভাবে খেলাটি অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব অধ্যাপক এম এ হান্নান এর সভাপতিত্বে ও ফুলতলা যুব সংঘের সভাপতি আব্দুল্লাহ আল মাসুমের সার্বিক তত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবীর জেনারেল হাসপাতালের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, দোহার-নবাবগঞ্জের মাননীয় সাংসদ জনাব সালমান এফ রহমানের আস্থাভাজন ব্যক্তিত্ব জনাব ইফতেখার আহমেদ হৃদয় মিঞা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য সোয়েম আহমেদ। ঢাকা জেলা(দঃ) ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত ফাইনাল খেলায় মৌড়া একতা যুব সংঘকে ৩-২ গোলে পরাজিত করে শিরোপা জয় উল্লাসে মেতে ওঠে গোড়াবন যুব সংঘ

আপনার মতামত দিন