দোহারে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে নৌ-র‍্যালী

595
দোহারে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে নৌ-র‍্যালী

ঢাকার দোহার উপজেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ- ২০১৭ উপলক্ষে নৌ-র‍্যালী আয়োজন করা হয়। দোহার উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয় নৌ-র‍্যালী।

শনিবার সকাল ১১টায় মাহমুদপুর ইউনিয়নের মৈনট ঘাটের উদ্দেশ্যে নৌ-র‍্যালীর যাত্রা শুরু হয়। র‍্যালী শেষে এক আলোচনা সভায় অতিথিরা জাটকা সংরক্ষনের বিভিন্ন সুবিধা উল্লেখ করে তাদের মতামত প্রদান করেন। এসময় তারা জেলেদেরকে জাটকা নিধন থেকে বিরত থাকার নির্দেশ দেন।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন, দোহার উপজেলা মৎস্য অফিসার মো: জাকির হোসেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: আহসান, দোহার থানা ওসি জনাব সিরাজুল ইসলাম লিটু, কার্তিকপুর হাই স্কুলের প্রধান শিক্ষক আবুল কাশেম, মাহাবুল আলম প্রমুখ।

আপনার মতামত দিন