দোহারে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

93
দোহারে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

দোহার (ঢাকা) প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে এই ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করেন জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানে নাচ, গানসহ বিভিন্ন ধরনের খেলা আয়োজন করা হয়। এ খেলায় প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বাছাইকৃত সকল শিক্ষার্থী অংশ গ্রহণ করে থাকে। খেলা শেষে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কৃত করা হয়।

দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দোহার উপজেলার আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: মামুন খান,দোহার পৌরসভার মেয়র আলমাছ উদ্দিন, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন আর রশিদ,সাজ্জাদ হোসেন সুরুজ প্রমুখ।

আপনার মতামত দিন