দোহারে জজ মান্নানের শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ

172
দোহারে জজ মান্নানের শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ

ঢাকার দোহারে উপজেলার মুকসুদপুর ইউনিয়ন পরিষদে সাবেক আইজিআর খান মোঃ আব্দুল মান্নান ও মুকসুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম,এ হান্নান খানের নিজস্ব অর্থায়নে দরিদ্র অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র ( কম্বল) বিতরণ করা হয়েছে।

৫ ফেব্রয়ারী শুক্রবার উপজেলার মুকসুদপুরের খান বাড়ি পরিবারের উদ্যোগে আইজিআর আব্দুল মান্নান খান ও ইউপি চেয়ারম্যান হান্নান খানের নিজস্ব অর্থায়নে প্রতি বছরের ন্যায় এই বছরের শীত কে কেন্দ্র করে যেন কোন অসহায় দরিদ্র পরিবার শীতে কষ্ট না করে সেই কথা বিবেচনা করে মুকসুদপুর ইউনিয়ন এলাকার অসহায় গরীব প্রায় তিনশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক আইজিয়ার আব্দুল মান্নান খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, মুকসুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এম,এ হান্নান খান, বীর মুক্তিযোদ্ধা মোল্লা মোঃ বিল্লাল, মুক্তিযোদ্ধা করমআলী, মুক্তিযোদ্ধা সামসুল হক ও শেখ আব্দুল মান্নান সহ আরো অনেকে।

আপনার মতামত দিন