দোহারে চার ডাকাত আটক

265

তারেক রাজীবঃ  ঢাকার দোহার উপজেলায় নারিশা পশ্চিমচর গ্রামের আরশেদ শেখের বাড়িতে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় স্বর্ণালঙ্কারসহ ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- দোহার উপজেলার মেঘুলা রানীপুর গ্রামের রুস্তম মোল্লার ছেলে ফরিদ(৩২), পশ্চিম সুতারপাড়া গ্রামের শেখ মতিউর রহমানের ছেলে সাহাদত হোসেন(৩৫), মধুরচর গ্রামের নুর ইসলাম হাওলাদারের ছেলে মো. রফিক হাওলাদার (৩৫) ও মোজাফফর (৩৫)।

সোমবার সকালে ডাকাতদের আটক করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায, রোববার রাতে উপজেলার নারিশা পশ্চিমচর গ্রামে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল প্রথমে ফৈইমদ্দিন বেপারীর বাড়িতে হানা দেয়। বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার দিলে ডাকাতরা পালিয়ে যায়।

রাত ৩টার দিকে ডাকাতরা একই গ্রামের আরশেদ শিকদারের বাড়িতে গিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১২ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।

সকাল ৬টার দিকে দোহার উপজেলার শেষ সীমানা মোকসেদপুর ইউনিয়নের প্রধান সড়ক দিয়ে ঢাকার দিকে যাওয়ার সময় ৩ ব্যক্তিকে ১টি মোটরসাইকেলে দেখে  তাদের গতিরোধ করতে বলে পুলিশ। মোটরসাইকেলটি দ্রুত চলে যেতে থাকলে পুলিশ তাদের ধরে ফেলে।

অন্য খবর  দোহার পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা

এ সময় ফরিদ, সাহাদাত হোসেন ও রফিক হাওলাদারের শরীর তল্লাশি করে লুটকৃত স্বর্ণালঙ্কার উদ্ধার করেন পুলিশ। পরে মোজাফফর নামে আরও একজনকে আটক করা হয়।  দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন  ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মতামত দিন