দোহারে গ্রাম- পুলিশদের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরন

62

ঢাকা জেলার দোহার উপজেলায় কর্মরত গ্রাম পুলিশদের মধ্যে বাই সাইকেল ও পোশাক বিতরন করে দোহার উপজেলা প্রশাসন। দোহার উপজেলা পরিষদ চত্বর ও কার্যালয়ে এই পোষাক বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা  এ এফ এম ফিরোজ মাহমুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছানিয়া আক্তার উপ-পরিচালক,স্থায়ী সরকার,জেলা প্রশাসক।

এই সময় প্রধান অতিথির বক্তব্যে ছানিয়া আক্তার বলেন,আপনাদের সব রকম সহযোগীতা করা হবে। এই সময় আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলার চেয়ারম্যান জনাব আলমগীর হোসেন।

দোহার উপজেলার চেয়ারম্যান  আলমগীর হোসেন বলেন,মাননীয় প্রধানমন্ত্রী দেশ সেবায় সবাইকে এক সাথে কাজ করতে হবে।এ সময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র, দোহার উপজেলার ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, নারিশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাউদ্দিন দরানি,নয়াবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামিমা হান্নান।

আপনার মতামত দিন