দোহারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

226
দোহারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

ঢাকার দোহার উপজেলায় সোনালী রানী রাজবংশী (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে নারিশা ইউনিয়নের মেঘুলা এলাকায় শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পরিবার জানায়, বিয়ের পর থেকে সোনালী স্বামীর বাড়িতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন। সোমবার রাতে ঘরের দরজা বন্ধ করে তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় নিহতের মা সাধনা রাজবংশী দোহার থানায় হত্যা প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছেন। পুলিশ নিহতের স্বামী শ্রীকৃষ্ণ রাজবংশীকে (২৫) আটক করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দোহার থানার ওসি রেজাউল করিম জানান, ঘটনার তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত দিন