“দোহারে গৃহবধুর ফাসিঁ দিয়ে আত্মহত্যা”

383

তৌহিদুল ইসলাম, নিউজ৩৯ঃ ঢাকার দোহার উপজেলার মেঘুলায় মন্দিরা নামে এক গৃহবধূ ফাসিঁ দিয়ে আত্মহত্যা করেছে। নিহত মন্দিরা ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানান তার পরিবার। মন্দিরা মেঘুলার গোবিন্দ রাজবংশীর স্ত্রী বলে জানা গেছে। পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে মন্দিরা বাইরে কাজ করছিল, হটাৎ সে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষন পর ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার শাশুড়ি। বাড়ির লোকজন চিৎকার করে প্রতিবেশীদের ডাকে এবং মন্দিরার লাশ নামায়। তাদের সাংসারিক জীবনে কোনো সমস্যা ছিলনা বলে জানান তার স্বামী গোবিন্দ রাজবংশী। তাদের ১ বছরের একটি বাচ্চা আছে।

এ খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে দোহার থানা পুলিশ।দোহার থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম  বলেন, আমরা প্রাথমিকভাবে এটি আত্মহত্যা হিসেবে দেখেছি। কিন্তু গলায় একটি আঘাতের চিহ্ন মতো দেখা যাওয়ায় মরদেহ ময়না-তদন্তের জন্য পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠোনো হবে।

আপনার মতামত দিন