দোহারে প্রথমবারের মত হতে যাচ্ছে গুণীজন সংবর্ধনা

284

দোহারের ঐতিহ্যবাহী ও দোহারের শিক্ষার প্রান কেন্দ্র হিসেবে পরিচিত পদ্মা ডিগ্রী কলেজে এই প্রথম বারের মত হতে যাচ্ছে এক গুণীজন সংবর্ধনা হতে যাচ্ছে শনিবার ।এতে সংবর্ধিত হবেন পদ্মা কলেজের প্রতিষ্ঠাকালীন কোষাধ্যক্ষ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র প্রতি মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা ১ দোহার নবাবগঞ্জ এর সংসদ সদস্য এডভোকেট সালমা ইসলাম এবং নবনির্বাচিত দোহার উপজেলা চেয়ারম্যান কামরুল হুদা কামাল । এছাড়াও সাবেক মন্ত্রী এডভোকেট আব্দুল মান্নান খান ,সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, সাবেক মন্ত্রী মিজানুর রহমান সিনহা উপস্থিত থাকবেন বলে জানা গেছে ।

অনুষ্ঠানের ২য় পর্বে রয়েছে বার্ষিক ক্রীড়া ও একাডেমিক অনুষ্ঠান । সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হবে বলে নিউজ৩৯কে জানিয়েছে কলেজ কতৃপক্ষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মেজর (অব.)ডাঃ এ আর খান ।

আপনার মতামত দিন