দোহারে গাজা খেয়ে গরুর মৃত্য

1525

কি বিচিত্র! কি সেলুকাস! গাঁজার পার্শ্ব-প্রতিক্রিয়া সহ্য করতে না পেরে মারা গেল গরুটি। ঘটনাটি গত শনিবার দোহারের মুকসুদপুর ইউনিয়নের খড়িয়া গ্রামের। জানা যায়, খড়িয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে জয়নাল মাদকাসক্ত। শুক্রবার বিকালে সে তার সেবনের জন্য গাঁজা বাড়ীর খড়ের গাঁদার মধ্যে লুকিয়ে রাখে। এর একটুপর  আব্দুল খালেক মিয়া গরুকে খড় খেতে দেন গাঁদা থেকে নিয়ে। ঐ অংশে ছিল সেই লুকানো গাঁজা। খড় খাওয়ার কিছুক্ষণ পর থেকে গরু ছটফট করতে থাকে, সেই আচরণ ছিল অনেকটা মাতলামি। আব্দুল খালেকের সন্দেহ হলে, তিনি ছেলে কে জিজ্ঞেস করেন কিছু ছিল কি’না। জয়নাল স্বীকার করে সে কিছু গাঁজা রেখেছিল আর বলে ঘুমালে গরুটি সকালে সুস্থ হয়ে যাবে।  এরপর সকালে আব্দুল খালেক ঘুম থেকে উঠে গরুটি’কে মৃত অবস্থায় পান; তৎক্ষণাৎ ছেলেকে ডাকাডাকি করলে, সে বাড়ীর পরিস্থিতি বুঝতে পেরে বাড়ী থেকে পলায়ন করে।

ব্যাপারটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

আপনার মতামত দিন