দোহারে গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক

346

ঢাকার দোহার উপজেলায় গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে দোহার থানা পুলিশ। আটককৃতরা হলো-শাহজাহান (৪৫), হুমায়ুন (৩৪), সোহেল (৩০) ও জুলহাস আকন(৪৫)। দোহার উপজেলার চর লটাখোলা ও কাজীরচর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আজ বৃহস্পতিবার (২০ মে) সকালে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামালের নেতৃত্বে এসআই আল নূর তারেক, এএসআই নান্টু কৃষ্ণ মজুমদার ও এএসআই মো. এরশাদ হোসেন সঙ্গীয় ফোর্সদের সহায়তায় দোহার উপজেলার চর লটাখোলা ব্রিজে চেকপোষ্ট বসিয়ে শাহজাহান, হুমায়ুন ও সোহেল নামে তিন জনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ৩৮৫ পুড়িয়া গাঁজা উদ্ধার করে পুলিশ। অপরদিকে, দোহার উপজেলার কাজীরচর এলাকা থেকে ২৬০ গ্রাম গাঁজা সহ জুলহাস আকন নামে একজনকে আটক করে পুলিশ।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল জানান, আটককৃতদের বিরুদ্ধে দোহার থানায় মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত দিন