দোহারে গাঁজাসহ এক গ্রেফতার

227

ফারুক আহমেদ সজল♦ ঢাকার দোহার উপজেলার চরকুসুমহাটি গ্রাম থেকে ৪ কেজিসহ গাজাসহ এক ব্যক্তিকে আটক করেছে দোহার থানা পুলিশ। 

পুলিশ সুত্রে জানা যায়, ১৫ ফেব্রুয়ারি চরকুসুমহাটি গ্রাম হতে গোপন সংবাদের ভিত্তিতে মোঃ হালিম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। দোহার থানা উপপরিদর্শক এএসআই মোঃ সিদ্দিকুর রহমানের  নেতৃত্বে  উপজেলার চরকুসুমহাটি গ্রামের মোঃ হালিমের বসত ঘরে অভিযান চালিয়ে ঘরের মাচার নিচে মাটিতে পুঁতে রাখা অবস্থায় ৪ কেজি গাজাসহ মো. হালিমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে দোহার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত দিন