দোহারে গরু সহ চোর আটক

701

ঢাকার দোহার উপজেলায় বাহ্রাঘাটে গরু সহ কালাম (৪৫) নামের এক চোরকে স্থানীয়রা আটক করেছে। আটককৃত কালাম রাইপাড়া ইউনিয়নের খালপাড় বৌবাজার এলাকার মাঈনুদ্দিনের ছেলে। সে বৌবাজারে কসাইয়ের কাজ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাহ্রাঘাট দিয়ে গরু নিয়ে টেপাখোলা হাটে যাওয়ার সময় স্থানীয় জনতার সন্দেহ হলে গরুর বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে কথার মারপ্যাঁচে কালাম আটকে যায়। গরুর বিষয়ে কোন প্রকার সদুত্তর দিতে না পারায় জনগণ তাকে আটকে রেখে স্থানীয় ওয়ার্ডের বর্তমান মেম্বার আরব আলী ও সাবেক মেম্বার শহীদকে খবর দিলে তারা এসে অভিযুক্ত কালামকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, দোহার পৌরসভার সাহেব খালী এলাকার আক্তার (৪৫) তাকে গরুটি বাহ্রাঘাটে নিয়ে আসতে বলে। সঙ্গে সঙ্গে শহীদ মেম্বার আক্তারকে মোবাইলে কল দিয়ে গরুর বিষয়ে জানতে চাইলে গরু তার নয় বা গরুর বিষয়ে সে কিছুই জানেন না বলে জানালে উপস্থিত জনগণ উত্তেজিত হয়ে পড়ে। খবর পেয়ে আটককৃত গরুর মালিক সাহেব খালী এলাকার বিধবা নাজমা বেগম ও তার ছোট ভাই কাইয়্যুম এসে নিজেদের গরু সনাক্ত করে।

অন্য খবর  শিলাকোঠায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

গরু চোর আটকের খবর পেয়ে মাহমুদপুর ফাঁড়ির পুলিশ এসে চোর ও গরু উদ্ধার করে নিয়ে যায়।

আপনার মতামত দিন