দোহারে খেলতে খেলতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিহতের মা নাসিমা আক্তার জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তার ছেলে বাড়ির উঠানে খেলা করছিলো। হঠাৎ করে ছেলেকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

72

শরিফ হাসানঃ দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের বৌ-বাজার খালপাড় এলাকায় রাশিব নামে দেড় বছরের এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু রাশিব ঐ এলাকার প্রবাসী রাজিব হোসেনের ছেলে।
নিহতের মা নাসিমা আক্তার জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তার ছেলে বাড়ির উঠানে খেলা করছিলো। হঠাৎ করে ছেলেকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে ঘরের পেছনে খালের পানিতে তার ছেলেকে ভাসতে দেখেন। স্থানীয়দের সহায়তায় মুমূর্ষ অবস্থায় রাশিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আপনার মতামত দিন