দোহারে খাস জমি দখলমুক্ত করলেন উপজেলা প্রশাসন

290
দোহারে খাস জমি দখলমুক্ত করলেন উপজেলা প্রশাসন

ঢাকার দোহার উপজেলার বটিয়া সেন্টার ছিফ সংলগ্ন এলাকায় আঞ্চলিক সড়কের পাশে খাস জমি অবৈধ  দখলমুক্ত করে সীমানা নির্ধারন করে সাইনবোর্ড টানিয়ে দিয়েছে প্রশাসন।  বৃহস্পতিবার ( ২৯ এপ্রিল) দোহার উপজেলার বটিয়া মৌজার ৩.৭৫ শতাংশ খাস জমি অবৈধ  দখলমুক্ত করেন দোহার উপজেলা সহকারি কমিশনা(ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।

এসময় তিনি বলেন,সরকারি ভূমি অবৈধভাবে দখল করার চেস্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা যায় গত ২৬শে এপ্রিল, বটিয়া সেন্টার ছিফ সংলগ্ন এলাকায় আঞ্চলিক সড়কের পাশে রাতের আধারে সরকারি জমি দখল করে মাটি ভরাট করছিলেন স্থানীয় ফারুক মাদবর, রাজা মাদবর গংরা। রাত ১টার দিকে পুলিশ ও সাংবাদিকদের উপস্থিতিতে ভরাট বন্ধ করা হয়।

আপনার মতামত দিন