বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দোহারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত কাল সোমবার সকাল ৯:৩০ মিনিট দোহার উপজেলা, দোহার পৌরসভা বিএনপি ও অংঙ্গসংগঠনে আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলের পর দোহার থানার বিএনপি শাহবুদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে হয়। তখন বক্তব্য রাখেন, দোহার থানার বিএনপির নেতা কর্মীরা। এই সময় বক্তারা বলেন অবৈধ সরকারের সকল ষড়যন্ত্রের ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে। তাই দিশেহারা হয়ে বিএনপি নেতা-কর্মীদের উপর জুলুম অত্যাচার চালিয়েছে। আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করা হবে।
এই সময় উপস্থিত ছিলেন, শাহবুদ্দিন আহমেদ, শাহিন মোল্লা, জি এস সেন্টু ভূইয়া ও জয়পাড়া কলেজ ছাত্র দলের নেতা কর্মীরা।
আপনার মতামত দিন