দোহারে কুসুমহাটি ইউপি পরিষদের উদ্দোগে বঙ্গবন্ধু জন্মদিন পালিত

335

ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়ন পরিষদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও একশত এক তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস ২০২১ পালিত হয়েছে।

বঙ্গবন্ধুর জন্মদিন শিশুর হৃদয় হোক রঙিন”
১৭ মার্চ বুধবার সন্ধ্যায় কুসুমহাটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে কুরআন তিলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
এর পর বিভিন্ন নেতাকর্মীরা বঙ্গবন্ধু জীবনী সম্পর্কে বক্তব্য দেন সবাই। বক্তব্যর পর দোয়া ও মুনাজাত করা হয়।
এর পর কেক কাটার মধ্যদিয়ে জন্মদিন পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনার কলি পুতুল,কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, মুক্তিযোদ্ধা করম আলী মোঃ শাওন ইসলাম, হারুন উর রশীদ, আবুল কামাল বিশ্বাস, কমল মজুমদার, আক্কাস ভূইয়া, শাহ স্বপন, আজাহার আলী, আসাদুজ্জামান আশা, নূরুল আমিন কফিল, সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন সহ অনেকেই।

আপনার মতামত দিন