দোহারে করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক বিতরণ

187

‘মাস্ক পড়ুন, সুরক্ষিত থাকুন’ স্লোগানে দোহারে লায়ন আব্দুস সালাম এর উদ্যোগে মেঘুলা বাজারে প্রায় আট শতাধিক মানুষের মাঝে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়।

মঙ্গলবার বিকাল ৫ টায় দোহারের মেঘুলা বাজারে রিক্সাওয়ালা ও সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন লায়ন আব্দুস সালাম চৌধুরী। এসময় রিকশাওয়ালাদের মাঝে সেমাই ও টুপিও বিতরণ করা হয়।

আব্দুস সালাম চৌধুরী নিউজ৩৯ কে বলেন, আজ আমি আমার ব্যাক্তিগত ভাবে ৮৫০টি মাস্ক, সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। সাধারণ মানুষের মাঝে করোনা ভাইরাসের সচেতনতা সৃষ্টির মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধ করার ক্ষুদ্র প্রয়াস মাত্র। আর সেই ধারাবাহিকতায় আজ দোহারের মেঘুলা বাজারে আমি রিকশা চালক ও সাধারণ মানুষের মাঝে মাস্ক এবং রিকশা চালকদের মাঝে সেমাই ও টুপি বিতরণ করি।
ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

আপনার মতামত দিন