ঢাকার দোহার উপজেলা পরিষদ সভা কক্ষে ২৬শে নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় করোনা ভাইরাস (covid 19) প্রতিরোধ, ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান কার্যক্রম এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সুসমন্বয়ের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান বিভাগের সচিব মোঃ আলী নূর এর সঞ্চালনায় জেলা প্রশাসক এর কার্যালয় হতে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মত বিনিময় করে। এসময় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সভায় মত বিনিময় করেন দোহার উপজেলার চেয়ারম্যান আলমগীর হোসেন।
এ সময় মোঃ আলী নূর বলেন, মহামারী করোনার মাঝে আমরা যারা সরকারি কর্মকর্তা গন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতেছি তাদের জন্য একটা ধন্যবাদ পত্রের ব্যবস্থা করবেন যাতে করে জনগণ বুঝতে পারে আমরা জীবনের ঝুঁকি নিয়ে জনগনের পাশে ছিলাম।
সভার আলোচ্য সূচি হিসেবে ছিল মহামারী করোনা পরিস্থিতি ত্রান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেন।
উক্ত ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্র, ওসি তদন্ত মোঃ মাসুদ, দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জসিমউদ্দিন, সমবায় কর্মকর্তা মোঃ আলাউদ্দিন মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা সামছুন্নাহার খান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রকিব হাসান প্রমুখ।