দোহারে করোনা টিকার আওতায় প্রতিবন্ধীরা

48
দোহারে করোনা টিকার আওতায় প্রতিবন্ধীরা

ঢাকার দোহার উপজেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের কোভিড-১৯ টিকা প্রদান কর্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এ টিকা প্রদানের কাজ শুরু করা হয়।

দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং উপজেলা সমাজসেবা অফিসের সহযোগিতায় ১২ থেকে ১৭ বছর বয়সী ১০২৫ জন প্রতিবন্ধীদেরকে ফাইজারের ১ম ডোজ টিকা দেয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম দিনে ৮০ জন প্রতিবন্ধীকে এ টিকা প্রদান করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা ও উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুলছুম বেগমসহ অনেকে।

আপনার মতামত দিন