দোহারে করোনা আক্রান্ত ব্যক্তির ধান কেটে ঘরে তুলে দিলেন নির্মল গুহ

    45

    ঢাকার দোহার উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির ধান কেটে দিয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সংগঠনটির সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ তার দলের নেতাকর্মীদের নিয়ে ক্ষেতের ধান কেটে দেন । শনিবার (৩০ মে) সকাল থেকে সাথে নিয়ে ক্ষেত থেকে ধান কেটে দেওয়া থেকে শুরু করে ঘরে পৌঁছে দেন তিনি। উল্লেখ্য গত ২৪ মে দোহার উপজেলার বিলাসপুরে লাভলু শিকদার নামে এক ব্যক্তির করোনা সনাক্ত হয়। এর পর থেকে তিনি তার ক্ষেতের ধান কাটা নিয়ে নানা সমস্যার সম্মুখিন হয় । এ নিয়ে গত কয়েকদিন ধরে ক্ষেতের পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান তিনি। বিষয়টি জানতে পেরে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তির ধান কেটে দেওয়ার ব্যবস্থা করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল গুহ। এ সময় নির্মল রঞ্জন গুহ বলেন, স্বেচ্ছাসেবক লীগ সব সময় অসহায় মানুষের পাশে ছিল, এই করোনা সংকটকালে দোহারের মানুষের সেবা করে যাওয়াটাই এখন প্রধান লক্ষ। সামনে এই সেবামূলক কাজ অব্যাহত থাকবে বলে তিনি জানান।

    আপনার মতামত দিন