দোহারে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে তিনশ ছাড়িয়ে

439
দোহারে করোনাভাইরাস

প্রবাসী অধ্যুষীত ঢাকা জেলার দোহার উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে তিনশ ছাড়িয়েছে। ৬ আগস্ট ঢাকা থেকে আসা রিপোর্টের উপর ভিত্তি করে দোহারে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ জন। এতে দোহারে সর্বমোট করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩৫১ জন।

 

দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন দোহারে সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৫১ জন। এর মাঝে করোনা থেকে সুস্থতা লাভ করেছেন ২৭২ জন। আইসোলেশনে আছেন সর্বমোট ৭১ জন। তিনজন আছেন হাসপাতালে ও ৬৮ জন বাড়িতে। কোয়ারেন্টাইনে আছেন ১৮ জন। এই পর্যন্ত দোহারে করোনা কাক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন।

আপনার মতামত দিন