দোহারে করোনা আক্রান্তের সংখ্যা শতক ছাড়ালো

769
দোহারে করোনাভাইরাস

ঢাকা জেলার প্রবাসী অধ্যুষিত দোহার উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা শতক ছাড়িয়েছে। নতুন করে ১৩ জন আক্রান্ত হওয়ায় এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১০৪ জন।

দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা জসিমউদ্দিন নিউজ৩৯কে জানান ১ জুন ৩০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়।  এই ৩০ জনের মাঝে ১৩ জনের করোনা পজেটিভ রেজাল্ট এসেছে। নতুন করে আক্রান্ত হওয়া ব্যক্তিদের চিকিৎসা সহ বিভিন্ন বিষয়ে ক্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে যারা এসেছেন তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে। আক্রান্ত ব্যক্তিদের নিজ বাড়িতেই আইসোলেশনে রাখা হবে। আক্রান্তরা দক্ষিন শিমুলিয়া, মুকসুদপুর, ঝনকি ও জয়পাড়ার বাসিন্দা।

উল্লেখ্য যে, দোহার উপজেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হওয়া ১০৪ জনের মধ্যে মৃত্যুবরণ করেছেন ২ জন। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৩২ জন। মৃত্যুবরণ করা দুইজনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী।

আপনার মতামত দিন