দোহারে করোনায় ১দিনে ৩ জনের মৃত্যু

336
দোহারে করোনায় ১দিনে ৩ জনের মৃত্যু

ঢাকার দোহার উপজেলায় গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে একই দিনে তিনজনের মৃত্যু হয়েছে। দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের পল্লিবাজার এলাকা মো. এরশাদ আলি (৬৯) নামে এক ব্যক্তি জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে মৃত্যু হয়েছে। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যা ৭ টার দিকে মারা যান। একই ইউনিয়নের মুকসুদপুরের খান বাড়িতে করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। অপরদিকে দোহারের মাহমুদপুর ইউনিয়নের মেশারফ হোসেন খান (৫১) নামের এক বাসিন্দা মারা গেছেন। তিনিও রাজধানী ঢাকার একটি বারডেম হাসপাতালে শনিবার সকাল ৯টার দিকে মারা যান তিনি। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক, HBFC, জনতা ব্যাংক, সর্বশেষ প্রবাসী কল্যান ব্যাংকের ব্যবস্হাপনা পরিচালক হিসেবে অবসর গ্রহন করেন। এদিকে করোনায় মৃতদের দাফনে এগিয়ে এসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের দোহার শাখা। এসব জানাজা ও দাফনে উপস্থিত ছিলেন দোহার শাখার সেক্রেটারি মো. সুলাইমান বেপারীর, স্বেচ্ছাসেবক টিমের সমন্বায়ক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা যুবায়ের আহমাদ সাকী,মাওলানা ওমর ফারুক, আলহাজ শহিদুল ইসলাম ভূঁইয়া, মাওলানা ইসমাইল বিন খলিল, মো. আব্দুল মালেক, মো. আমির হোসেন, মো. শিবলু প্রমুখ। স্বেচ্ছাসেবক টিমের সমন্বায়ক মাওলানা যুবায়ের আহমাদ সাকী জানান, প্রত্যেকটা উপজেলায় আমাদের স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। যেখানেই করোনায় আক্রান্ত মৃতদেহের জানাজা, দাফন কাফনের প্রয়োজন হবে প্রশাসন এবং সিভিল সার্জন অথবা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চাহিদা পেশ করলেই এ সেবা দিতে আমরা সদা প্রস্তুত আছি ইনশা আল্লাহ।

আপনার মতামত দিন