দোহারে করোনায় এক মুক্তিযোদ্ধার মৃত্যু

258

দোহারে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে গত দশ দিনে প্রায় ৩ জন মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে দোহার উপজেলার সুতারপাড়ার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান মোল্লা(৭০) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৩ মেয়ে ও ২ পুত্র রেখেছেন। শনিবার সকাল ১০টায়, দোহার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। পরবর্তীতে, সুতারপাড়া গাজীরটেক কবরস্থানে দাফন করা হয়।  দোহার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও তার পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করছি।

আপনার মতামত দিন