দোহারে করোনার টিকা নিলেন ইউএনও ও ওসি

195
দোহারে করোনার টিকা নিলেন ইউএনও ও ওসি

দোহার উপজেলা করোনার টিকা নিলেন ইউএনও এ এফএম ফিরোজ মাহমুদ  ও  থানা অফিসার ইনচার্জ মোস্তাফা কামাল। বুধবার দুপুরে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা গ্রহণ করেন তারা। তারা সবাইকে দ্রুত করোনার টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফএম ফিরোজ মাহমুদ, দোহার থানার ওসি মোস্তফা কামাল, দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিমউদদীন, নিউজ৩৯ সাংবাদিক শরীফ হাসান, অন্য অন্য পুলিশ সদস্যরা সহ আরো অনেকে।

দোহার থানা অফিসার ইনচার্জ মোস্তফা কামাল  বলেন, করোনার টিকা গ্রহণ করার পর স্বাভাবিক ও সুস্থ আছি। আমি সকলের প্রতি আহ্বান জানাই, সকলে নির্ভয়ে এই টিকা নিন। ইনশাআল্লাহ করোনার টিকা আমাদের জন্য উপকারী হবে।

করোনার টিকা গ্রহণের পর দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফএম ফিরোজ মাহমুদ বলেন, টিকা গ্রহণে মানুষ কে আগ্রহী করতে আমি টিকা গ্রহণ করলাম। তাই আপনারাও টিকা কেন্দ্রে এসে টিকা গ্রহণ করুণ।

আপনার মতামত দিন