দোহারে কম্বল ও মাস্ক বিতরন করলেন নির্মল রঞ্জন গুহ

181

ঢাকার দোহার উপজেলায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে শীতার্থদের মাঝে মাস্ক ও কম্বল বিতরন করা হয়েছে।

শনিবার ১৬ই জানুয়ারি সকালে দোহার খালপাড় এলাকায় এ্যাড.শাহিনুর ইসলাম এর নিজ বাড়িতে এ কম্বল বিতরণের আয়োজন করা হয়েছে। এ সময় অসহায় ও দুস্থ ২০০ পরিবারের মাঝে কম্বল বিতরন করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও দোহারের কৃতি সন্তান নির্মল রঞ্জন গুহ।

এসময় তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বেচ্ছাসেবক লীগের সব ভাল কাজের প্রেরণা। এভাবেই মানবিকতাকে বুকে ধারণ করে কাজ করে যাবে স্বেচ্ছাসেবক লীগ। করোনা, বন্যা, শীত সহ বিভিন্ন দূর্যোগে মানুষের পাশে তাৎক্ষণিকভাবে গিয়ে দাড়াচ্ছি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের
মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. শাহিনুর ইসলাম।
সে সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাসান মতিউর রহমান, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব বেপারী ও উপজেলার নেতৃবৃন্দ সহ আরো অনেকেই।

আপনার মতামত দিন