দোহারে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উদযাপিত

149
দোহারে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উদযাপিত

ঢাকার দোহারে শনিবার ৩১অক্টোবর সকালে‘মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই স্লোগানে দোহারে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল এর সভাপ্রতিত্বে  এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দোহার উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক আলী আহসান খোকন সিকদার।

আলী আহসান খোকন সিকদার বলেন, আমাদের দোহারে জমি সংক্রান্ত ঝামেলা বেশি তাই জমিদূসুদের চিহ্নিত করতে হবে জাতে একজনের জমি অন্য জন ভোগ না করতে পারে। মাদক,বাল্যবিবাহ, পরক্রিয়া বিষয়ে ও শচ্চার থাকতে হবে আমাদের সেই সাথে পুলিশদের এ বিষয়ে পদক্ষেপ নিতে বলেন।

দোহার উপজেলার প্রতিটি ইউনিয়নের কমিউনিটি পুলিশিং এর সদ্যস্যসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তি বর্গ এ সভায় অংশনেন।

এ সময় উপস্থিত ছিলেন,সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ, নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেন লেবু খান, বিলাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদ চোকদার, সুতারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ নাসির উদ্দিন, জয়পাড়া বাজার বহুমুখী সমবায় সমিতির সভাপতি দেলোয়ার হোসেন মাঝি, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন, ওসি তদন্ত মো. মাসুদুর রহমান।

আপনার মতামত দিন