দোহারে ওলামা লীগের মতবিনিময় সভা

391
AL39

দোহারে পদ্মার ভাঙনরোধ ও স্থায়ী বাঁধ নির্মাণের জন্য সরকারের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও প্রধানমন্ত্রীর বেসরকারি বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানের আগমন উপলক্ষে নবগঠিত ঢাকা জেলা ও দোহার উপজেলা ওলামা লীগের প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের নারিশার বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা ওলামা লীগের সভাপতি আতিকুর রহমান ফনু খান, সাধারণ সম্পাদক হা. মাওলানা শফিকুল ইসলাম, সহসভাপতি আলী আহম্মদ মাঝি, দপ্তর সম্পাদক মুফতি আবদুস সালাম প্রমুখ।

আপনার মতামত দিন